চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ফারুক খান তুহিন

বান্দরবানে পরিস্থিতির শিকার মানুষের মুখে হাসি ফুটাচ্ছে আব্দুল কুদ্দুছ ফাউন্ডেশন

প্রকাশ: ২০২০-০৪-২৫ ২১:০৫:১৭ || আপডেট: ২০২০-০৪-২৫ ২১:৩৩:৫৯

বান্দরবান অফিস, বীর কন্ঠ :

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বান্দরবানের মানুষ এখন গৃহবন্দি। নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন কর্মহীন। এরই মধ্যে শুরু হয়েছে পবীত্র রমজান মাসও। ফলে খেটে খাওয়া মানুষগুলোর দূরাবস্থা দিন দিন বেড়েই চলছে।

করোনা সংকটকালে পরিস্থিতির শিকার এসব মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে বান্দরবানের সামাজিক সংগঠন আব্দুল কুদ্দুস ফাউন্ডেশন। বান্দরবানের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস’র নামে গঠিত সংগঠনটি বান্দরবান পৌর এলাকার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে।

সংগঠনের চেয়ারম্যান আশরাফুর রহমান বীর কন্ঠকে বলেন, আমরা সংগঠনের নিজস্ব তহবিল থেকে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি। ফাউন্ডেশনের তরফ থেকে ‘এক গুচ্ছ উপহার” ও “রমজান ফুড প্যাক” শীর্ষক ২টি কন্টেন্ট পরিস্থিতির শিকার মানুষের কাছে পৌঁছানো হয়েছে।

তিনি জানান, আমাদের সমাজের মধ্যবিত্ত যারা স্বাভাবিকভাবে সরকারি বা বেসরকারি ত্রাণ বা অনুদানের আওতায় পড়ে না আবার লোকলজ্জায় কারো কাছে বলতেও পারেন না তাঁদের খোঁজে খোঁজে আমরা হাত বাড়িয়ে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *