চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়িতে লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করে খাদ্যপণ্য বিক্রি ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: ২০২০-০৪-২৬ ২০:২০:০৬ || আপডেট: ২০২০-০৪-২৬ ২০:২০:১১

মো: জয়নাল আবেদীন টুক্কু:


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং ও অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় লকডাউন ও সরকারি নির্দেশনা অমান্য করে খাদ্য পণ্য বিক্রির অভিযোগে ৪ দোকানদার ও ১করাতকল কে জরিমানা করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের বাজার, চাকঢালা বাজারে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া অাফরিন কচি।
থানা’র পুলিশ প্রশাসানের দায়িত্বে ছিলেন( ওসি) তদন্ত কানু চৌধুরী।

মূল্য তালিকা না থাকা, কারো কারো মূল্য তালিকা আছে তবে তাতে শুধু পণ্যের নাম আছে মূল্য লেখা নেই, মূল্য তালিকা অন্যত্র সরিয়ে রাখা যা দৃশ্য মান নয়, আবার কেউবা মূল্য তালিকার চাইতে অধিক মূল্যে পণ্য বিক্রি ইত্যাদি অভিযোগে বিভিন্ন দোকান ও একটি করাত কলকে ১৬হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত দোকানগুলো হলো –
অাব্দু সওদাগর (চাউল ও মুদির দোকান)
৫ হাজার,খারুল অামিন মুনিয়া (মুদির দোকান) ১ হাজার,
অাবু বক্কর সও প্রকাশ পেঠান সও( মুদির দোকান)
২হাজার হাজার, অাব্দুল গফর সও, (হার্ডওয়ার দোকান) ৩ হাজার, মুকছুদুর রহমান( করাতকল) ৫হাজার টাকা।

উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট সাদিয়া অাফরিন কচি জানান, সরকারি নির্দেশনা থাকলেও অধিকাংশ দোকানদার অমান্য করছে। তাই সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
নির্বাহী ম্যজিস্ট্রেট আরো বলেন, বাজার মুল্য স্থিতিশীল, সামাজিক দুরত্ব নিশ্চিত ও মানুষকে তাদের ঘরে রাখতে এই অভিযান চলছে। আইন অমান্যকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *