চট্টগ্রাম, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আব্বাস হোছাইন আফতাব রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

রাঙ্গুনিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে উনত্রিশ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ২০২০-০৪-২৬ ২০:০৪:৩৯ || আপডেট: ২০২০-০৪-২৬ ২০:০৪:৪৩

প্রতিনিধি,রাঙ্গুনিয়া,চট্টগ্রাম:

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পণ্যের মূল্য তালিকা না টাঙানো ও অতিরিক্ত দাম রাখার দায়ে ২৪ দোকানকে সাতাশ হাজার পাঁচশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া সংক্রামক আইনে দুই ব্যক্তিকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক আইনে জরিমানাগুলো করা হয়। উপজেলার রোয়াজারহাট, শান্তির হাট, গোচরা চৌমুহনী, চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষী বাজার এলাকায় অভিযান চালিয়ে উনত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ শনিবার(২৫ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও নির্বাহী হাকিম ও সহকারি কমিশনার (ভূমি) মো. ফখরুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা-পুলিশ। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংক্রামক আইনে জরিমানা করা হয়েছে। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *