মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।
প্রকাশ: ২০২০-০৫-৩০ ২১:১৬:১৫ || আপডেট: ২০২০-০৫-৩১ ২২:২৬:২৫
বোয়ালখালী প্রতিনিধি|
বোয়ালখালীতে ইভটিজিংয়ের অভিযোগে ১ যুবক কে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার নাম জিতন শীল (৩০)। সে বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা মৃত বাবুল শীলের ছেলে।
স্থানীয় এক স্কুল ছাত্রীকে নিয়মিত ইভটিজিং করার অভিযোগে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানা যায়। আজ (৩০ মে) শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ আদালত পরিচালনা করেন।
এব্যপারে জানতে চাইলে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, পূর্ব শাকপুরার রঘুনাথ চৌধুরী লিখিত অভিযোগ করেন জিতন শীল নামে এক বখাটে তাঁর স্কুল পড়ুয়া মেয়েকে স্কুলে যাবার পথে এবং প্রায় সময় বাসায় গিয়ে নিয়মিত উত্যক্ত করছে। গতকাল শুক্রবার তাকে এ অভিযোগে আটক করা হয়। আজ প্রাথমিকভাবে তার সত্যতা পাই পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। এরই প্রেক্ষিতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। কারাদন্ডের পর আসামীকে হাজতে পাঠানো হয়েছে।