মোহাম্মদ আতিক উল্ল্যাহ মদিনা প্রতিনিধি, সৌদি আরব
প্রকাশ: ২০২০-০৬-০৫ ১৭:০৫:৫০ || আপডেট: ২০২০-০৬-০৫ ১৭:০৫:৫৪
আতিক উল্লাহ, সৌদি আরব( মদিনা)|
সৌদিআরবে_মাস্ক ব্যবহার না করলে ১০০০ রিয়াল জরিমানা এবং বিদেশী নাগরিক হলে শাস্তি প্রয়োগ শেষে সৌদি আরব দেশত্যাগ ও পুনরায় সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞার শাস্তি প্রয়োগের নির্দেশনা জারী করা হয়েছে।
ইচ্ছাকৃতভাবে স্বাস্থ্যবিধি ও করোনা প্রতিরোধে নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানলে, মেডিকেল মাস্ক বা কাপড়ের মাস্ক না পড়লে (যে মাস্ক নাক-মুখ ঢেকে রাখে এমন মাস্ক ব্যবহার করতে হবে), সামাজিক দূরত্ব বজায় না রাখলে, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে প্রবেশের সময় তাপমাত্রা পরিমাপে বাধা দিলে, শরীরে ৩৮ টেম্পারেচার থাকাবস্থায় বিশেষ স্বাস্থ্যবিধি না মানলে শাস্তি সম্মুখিন হতে হবে।
স্বাস্থ্যবিধি লংঘনের বিষয়ে অভিযোগ জানাতে কল করুন ৯৯৯ ( মক্কা অঞ্চলের জন্য ৯১১)। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়)