চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বোয়ালখালীতে করোনায় নিহত ব্যক্তিকে দাফন করালেন পূর্বাশার আলো ও গাউছিয়া কমিটি

প্রকাশ: ২০২০-০৬-০৭ ০০:০০:১৭ || আপডেট: ২০২০-০৬-০৭ ০০:০০:২২

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মনার বাপের বাড়ির আবদুর রশিদ (৭০) নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে গতকাল (৫জুন) রাতে নিজ ঘরে ইন্তেকাল করেন। আজ (৬জুন) শনিবার বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান এর তত্বাবধানে সামাজিক সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখা এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা শাখার নেতৃবৃন্দদের সহযোগীতায় মৃত ব্যক্তির দাফন কাফন বেলা ১টায় সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর সোলায়মান বাবুল, সাংবাদিক আবুল ফজল বাবুল, গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন। করোনায় মৃত ব্যক্তির দাফন কাজে প্রশাসনকে সহায়তা প্রদানকল্পে গঠিত পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখা কমিটির মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, সদস্য মামুন চৌধুরী। গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা শাখার মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ শাহেদুল ইসলাম, মুহাম্মদ আকতার হোসেন, মুহাম্মদ রাজু রানা, মুহাম্মদ ইমন। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আবদু রসিদ। এছাড়াও কবর খোড়ার কাজে স্থানীয়রা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *