চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি।

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে হচ্ছে ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড

প্রকাশ: ২০২০-০৬-০৭ ১৬:৩৯:০২ || আপডেট: ২০২০-০৬-০৭ ১৬:৩৯:০৬

বোয়ালখালী উপজেলায় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছালেম উদ্দিন আহমদ এর নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করার উদ্যোগ নেয়া হয়েছে। বোয়ালখালী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে গণমাধ্যম কর্মীদের বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বর্তমানে বোয়ালখালী উপজেলায় করোনা রোগীর সংখ্যা আজ ৭জুন ২৪ জনসহ মোট আক্রান্ত ১২০ জন। উপজেলায় রোগির সংখ্যা শুরুর দিকে কম থাকলেও দিন দিন তা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ৭০ শয্যার আইসোলেশন ওয়ার্ড করতে প্রয়োজনীয় সরঞ্জামাধি, অর্থ ও সিট তৈরী করতে সাংসদ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। এছাড়া পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অথবা আদর কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টার করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। (৬ জুন শনিবার) আইসোলেশন সেন্টার প্রস্তুত করার সাম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আদর কমিউনিটি সেন্টার, নুর কনভেনশন সেন্টার, করিম গুলশান আরা দাতব্য চিকিৎসালয়, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জিল্লুর রহমান, ওসি আবদুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাৎ হোসেন, প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি হাজী আবদুল মান্নান রানা, যুগ্ম সম্পাদক কাজী খোরশেদ মিল্টন, জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিন, গিয়াস উদ্দিন সুমন প্রমুখ। উল্লেখ্য যে, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর চিকিৎসার জন্য ১০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *