চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে করোনা উপসর্গ নিয়ে এক ঘণ্টার ব্যবধানে দু’জনের মৃত্যু

প্রকাশ: ২০২০-০৬-৩০ ০৭:৫৮:৪০ || আপডেট: ২০২০-০৬-৩০ ০৭:৫৮:৪৩

প্রদীপ শীল, রাউজান|
রাউজানে করোনা উপসর্গ নিয়ে এক ঘণ্টার ব্যবধানে দু’জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন উপজেলার উরকিরচর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও অপরজন হলদিয়ার এক বৃদ্ধা। মৃত দু’জন যথাক্রমে- মুহাম্মদ শফি (৫৩) ও অংকুর জাহান (৬৫)।

এদের মধ্যে সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টায় শফি নিজ বাড়িতে ও অংকুর জাহান সাড়ে ৭টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান। একইদিন স্বাস্থ্যবিধি মেনে তাদের স্ব-স্ব এলাকায় দাফন করা হয়েছে।

উরকিরচর ইউনিয়নের স্থানীয়রা জানান, মুহাম্মদ শফি গত ১৪-১৫ দিন ধরে শ্বাসকষ্ট, গলাব্যথা, জ্বরে ভুগছিলেন। এ অবস্থায় আজ সকালে সাড়ে ৮টায় নিজ বাড়িতেই তিনি মারা যান। তিনি ইউপি ৫ নম্বর ওয়ার্ডের হাজী দুলা মিয়া টেন্ডলের বাড়ির মরহুম মোহাম্মদ ইসহাকের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

এদিকে, অংকুর জাহানের ছেলে মো. মুছা বলেন, মায়ের করোনা উপসর্গ ছিল। আজ সকাল সাড়ে ৭টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *