চট্টগ্রাম, , সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় চাকরি করতে না দেয়ায় কিশোরীর ‘আত্মহত্যা’

প্রকাশ: ২০২০-০৭-০১ ০৮:০২:৩৬ || আপডেট: ২০২০-০৭-০১ ০৮:০২:৪১

জাহেদুল হক, আনোয়ারা|

চট্টগ্রামের আনোয়ারায় পরিবারের সাথ অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কিশোরীর নাম তানজিনা আহমেদ টিনা (১৫)। মঙ্গলবার (৩০ জুন) ভোর ৪টায় উপজেলার বরুমছড়া সওদাগর দিঘীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তানজিনা স্থানীয় নুরুল আবছারের মেয়ে ও নবম শ্রেণির ছাত্রী।

আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, তানজিনা গার্মেন্টসে চাকরি করতে চাইলে তার ভাই বাধা দেয়। এতে সে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মঙ্গলবার ভোরে সবার অজান্তে আত্মহত্যা করে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে আনোয়ারা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *