চট্টগ্রাম, , বুধবার, ২৭ মার্চ ২০২৪

নুরুল আলম, চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি

চন্দনাইশ সমিতি ইউএই এর পক্ষ থেকে চন্দনাইশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী প্রদান

প্রকাশ: ২০২০-০৭-০৩ ১৯:২০:১৩ || আপডেট: ২০২০-০৭-০৩ ১৯:২১:৪৯

মো. নুরুল আলম, চন্দনাইশ ::

চন্দনাইশ সমিতি ইউএই এর পক্ষ থেকে চন্দনাইশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
৩ জুলাই (জুমাবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হুসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।

উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও উন্নয়ন কমিটির সদস্য, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন গাউছিয়া কমিটি কাফন-দাফন টিমের সমন্বয়কারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, চন্দনাইশ সমিতির ইউএই আহবায়ক লায়ন আলহাজ্ব নজরুল ইসলাম তালুকদার, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, মামুনুর রশিদ চৌধুরী, সদস্য আবু হানিফ, মো. বাবুল, মো. আলমগীর, গাউছিয়া কমিটি চন্দনাইশের সভাপতি মাও. আবদুল গফুর খান, পৌরসভার সাধারণ সম্পাদক মোর্শেদুল আলম, উপজেলার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মহিউদ্দিন,সরওয়ার উদ্দিন, শহিদুল ইসলাম জুবায়ের, মারুফ রেজা, মইনউদ্দিন, শাহনেওয়াজ চৌধুরী শুভ প্রমুখ।

এই সময় সমিতির পক্ষ থেকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্স, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), গাউছিয়া কমিটি চন্দনাইশ শাখায় অক্সিজেন সিলিন্ডার, কাফনের কাপড়, ওয়াটার ডিসপেন্ডার, নেবুলেজার, ইলেকট্রিক ক্যাতলী, কেএন -৯৫ মাক্স, ডেটল সাবান, হ্যান্ড গ্লাভস্, সার্জিক্যাল মাক্স হস্তান্তর করা হয়। আড়াই লক্ষাধিক টাকার এই সকল সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *