চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

আব্দুল্লাহ মনির, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে বন্যহাতির আক্রমণে রোহিঙ্গা নারীর মৃত্যু

প্রকাশ: ২০২০-০৭-১০ ১৮:২২:২৯ || আপডেট: ২০২০-০৭-১০ ১৮:২২:৩৩

আব্দুল্লাহ মনির, টেকনাফ|

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প সংলগ্ন পাহাড়ে বন্যহাতির আক্রমণে রাশিদা বেগম (৩০) নামে এক রোহিঙ্গা নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে আর্মড পুলিশ সদস্যরা।

রাশিদা বেগম নারী টেকনাফের নতুন লেদা রোহিঙ্গা ক্যাম্পের মমতাজের মেয়ে।

এই নিয়ে গত তিন বছরে হাতির আক্রমণে ১৪ জন রোহিঙ্গাসহ ২২ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প আর্মড পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রকিবুল ইসলাম জানান, ‘ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা মনে হচ্ছে বন্যহাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। তিনি সেখানে বাগানে কাজ করতে গিয়েছিলেন বলে জানা গেছে।’

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘২০১৭ সালে ২৫ আগস্ট মিয়ানমারে সহিংসতার পর উখিয়ায় -টেকনাফে আশ্রয় নিয়েছে বিপুল সংখ্যক রোহিঙ্গা। পাহাড়ি এলাকার গাছপালা কেটে তারা গড়ে তুলেছে অসংখ্য ঝুপড়ি ঘর। এতে বাসস্থান ও খাবার সংকটে পড়ায় হাতির দল রাতে লোকালয়ে ঢুকে পড়ে। এতে প্রাণহানির সংখ্যাও বাড়ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *