প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৮-১৬ ১৮:৪৯:০২ || আপডেট: ২০২০-০৮-১৬ ১৮:৪৯:০৮
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর প্রতিষ্ঠিত সাজেদা কবির মহিলা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র থেকে শতশত নারী আত্মনির্ভরশীল হচ্ছে। ১৬ আগষ্ট রবিবার গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত ফ্রি মহিলা প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শন কালে নারীর আত্ম কর্মসংস্থানের নানাদিক উঠে আসে সচিত্র প্রতিবেদনে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল আলম জানাম, মরহুম একেএএম ফজলুল কবির চৌধুরীর প্রতিষ্ঠিত গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতির প্রধান কার্যালয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় সাজেদা কবির মহিলা সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রশিক্ষণ কেন্দ্রে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণ করেন নারীরা। এই সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। তার অর্থায়নে বিগত পাঁচ বছর ধরে কয়েক হাজার বেকার নারী প্রশিক্ষণ নিয়েছেন। এই প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষক হিসাবে রয়েছেন ঝিনুক আক্তার ও সুক্লা দে। রাউজানের সাংসদের প্রতিষ্ঠিত সাজেদা কবির মহিলা প্রশিক্ষণ কেন্দ্র প্রসঙ্গে গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান পৌরসভার কাউন্সিলর কাজী মোহাম্মদ ইকবাল বলেন, শান্তির দ্বীপের প্রতিষ্ঠাতা মুরহুম একেএম ফজলুল কবির চৌধুরীর সুযোগ্য সন্তান সাংসদ ফজলে করিম চৌধুরী সাজেদা কবির চৌধুরী মহিলা সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। সাংসদের অর্থায়নে গহিরা শান্তির দ্বীপ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে হাতে কলমে শিখে মহিলারা আত্মনির্ভরশীল হয়েছেন। এই পর্যন্ত কয়েক হাজার উপকার ভোগী নারী প্রশিক্ষণ নিয়ে নিজেদের ব্যবসা পরিচালনা করছেন।