চট্টগ্রাম, , শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ১লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশ: ২০২০-০৮-১৭ ২০:২৫:২২ || আপডেট: ২০২০-০৮-১৭ ২০:২৫:২৮

মোঃ জয়নাল আবেদীন,টুক্কু, নাইক্ষ্যংছড়ি|
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

সোমবার (১৭আগষ্ট) কক্সবাজার ৩৪ বিজিবি’র নিয়ন্ত্রিত রেজু আমতলী বিওপির বিজিবি’র সদস্যরা অভিযান পরিচালনা কালে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হন।

কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম এ অভিযানের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,কতিপয় ইয়াবা কারবারিরা বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী বিজিবি জোয়ানরা আমতলী মসজিদের পার্শ্বে পাহাড়ের ঢালুতে অবস্থান করেন।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করলে বিজিবিও পাল্টা ৮ রাউন্ড গুলি করলে তারা পালিয়ে যায়।

এর পরে ঘটনাস্থল থেকে পাওয়া একটি ব্যাগ থেকে লুঙ্গী মোড়ানো অবস্থায় বিজিবি এক লাখ ৪০হাজার পিচ ইয়াবা উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *