চট্টগ্রাম, , রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তের শূন্য রেখায় ভারী র্বষণে পানিবন্দী বসবাসরত রোহিঙ্গারা

প্রকাশ: ২০২০-০৮-১৮ ২০:৫৮:২৩ || আপডেট: ২০২০-০৮-১৮ ২০:৫৮:৩১

মোঃ জয়নাল আবেদীন টুক্কু|
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু সীমান্তে শূন্য রেখায় মিয়ানমারের শরনার্থী শিবিরে বসবাসরত রোহিঙ্গারা পানিবন্দী হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৮ আগষ্ট) দুপুরে স্থানীয় মেম্বার ও অনেকের সাথে কথা বলে জানা যায়, দুইদিন ধরে ঢানা ভারি বৃষ্টি বর্ষণ ও উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ঘুমধুম-তুমব্রু খালের পাড়ের শূন্য রেখার রোহিঙ্গা ক্যাম্প । এই শরনার্থী ক্যাম্পে প্রায় এক হাজার পরিবার বর্তমানে পানিবন্দি হয়ে পড়েছে।

সেখানে প্রাথমিক ভাবে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রাথমিক হিসাব মতে আরও জানা যায়, এই সীমান্তের শূন্য রেখার প্রায় এক হাজার তিনশত রোহিঙ্গা পরিবারের নারী-পুরুষ ও শিশু অবস্থান করছেন।

বসবাসরত রোহিঙ্গারা জানান, এখানে খাদ্য সহায়তা মিললেও তারা বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা নিয়ে সংকটে ভুগছেন। তারা যে ব্ল­কে থাকছেন, সেখানে এক হাজার পরিবারের জন্য পর্যাপ্ত সংখ্যক নলকূপ আর টয়লেট ব্যবস্থা থাকলেও এই প্রবল বৃষ্টির কারনে পানিতে ডুবে গেছে সবকটি। দুইদিন ধরে বিশুদ্ধ পানি আর স্বাস্থ্যকর টয়লেটের অভাবে দিন কাটাচ্ছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *