admin
প্রকাশ: ২০২০-০৯-০৯ ২০:৪৭:২১ || আপডেট: ২০২০-০৯-০৯ ২০:৪৭:২৭
হাটহাজারীতে ৩৪ বছর ধরে অবৈধভাবে দখলে থাকা সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৮০ শতক সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বেলা ১টা পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয় সড়কের পাশে অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
রুহুল আমিন বলেন, উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা চুরুত মিয়া ও পশ্চিম পট্টির বাসিন্দা মনিরুজ্জামান দীর্ঘ প্রায় ৩৪ বছর ধরে প্রায় ৮০ শতাংশ জমি অবৈধভাবে তাদের দখলে রেখেছিলেন। বিষয়টি জানার পর অভিযান পরিচালনা করে সাড়ে তিন কোটি টাকা মূল্যের সরকারি জায়গাটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উচ্ছেদ অভিযানকালে সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকতার কামাল চৌধুরী, ভূমি অফিসের সার্ভেয়ার ও হাটহাজারী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।