জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৯-২৪ ১৪:৩৭:৫৮ || আপডেট: ২০২০-০৯-২৪ ১৪:৩৮:০৩
আনোয়ারা প্রতিনিধি|
আনোয়ারায় দুই হাজার পিস ইয়াবাসহ আবদুর রহিম (৩৯) নামে এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার বারশত ইউনিয়নের চালিতাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রহিম উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের মৃত শেয়ার আলীর ছেলে।
আনোয়ারা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম জানান,গ্রেপ্তার রহিম একজন প্রবাসী। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলোর মালিক তালিকাভুক্ত ইয়াবা কারবারি আজগর আলী মাঝি। বেশি টাকা আয়ের লোভে পড়ে ইয়াবা পাচারে জড়িয়ে পড়েন রহিম।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,চিহ্নিত ইয়াবা কারবারি আজগর আলী মাঝির ইয়াবাগুলো বিভিন্ন স্থানে সরবরাহ করে বলে রহিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।