জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০২০-০৯-২৪ ১৬:০৭:৩৩ || আপডেট: ২০২০-০৯-২৪ ১৬:০৭:৩৮
আনোয়ারা প্রতিনিধি|
সম্প্রতি আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত মোহাম্মদ এয়াকুবের পরিবারের পাশে দাঁড়ালেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান এমপি।
নিহতের ঘটনার পরপরই ওই পরিবারের খোঁজ-খবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। বৃহস্পতিবার এমপি ওয়াসিকার ব্যক্তিগত তহবিল থেকে নিহত পরিবারের জন্য নগদ অর্থ ও একটি সেলাই মেশিন পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান খান কায়সার সৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি সিনিয়র সদস্য মোহাম্মদ সেলিম, চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আজিজ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।