admin
প্রকাশ: ২০২০-১০-২৩ ১৭:৫৭:০৩ || আপডেট: ২০২০-১০-২৩ ১৭:৫৭:০৮
বিনোদন ডেস্ক|
চুক্তিবদ্ধ হওয়ার পাঁচ দিনের মাথায় ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের নতুন সিনেমা থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিডিউল জটিলতার কারণে বাপ্পি সিনেমাটি থেকে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। তার পরিবর্তে সাইমন সাদিককে নেয়া হয়েছে।
১৫ নভেম্বর থেকে ‘তুমি আছো তুমি নেই’ ছবির শুটিং শুরু করবেন বলে উল্লেখ করেন দেলোয়ার জাহান ঝন্টু। ছবিটি ছেড়েে দেওযা প্রসঙ্গে বাপ্পি বলেন, আমি এখন আশরাফ শিশিরের বড় বাজেটের ছবি ‘৫৭০’ এর শুটিং করছি। ছবিটির জন্য আমার লুক সেট করা হয়েছে। টানা শুটিং করতে হচ্ছে ছবিটির।
এই অবস্থায় নতুন ছবির জন্য আমার লুক পরিবর্তণ সম্ভব হবে না। আর ঝন্টু স্যার যে সময়ে ‘তুমি আছো তুমি নেই’ ছবির শুটিং শুরু করতে চাচ্ছেন সে সময়ে তো আমার ৫৭০ এর শিডিউল দেয়া। ওই সময়ে ছবিটির শুটিংয়ে অংশ নেয়া সম্ভব হবে না। তাই ঝন্টু স্যারকে বিনয়ের সঙ্গেই ছবিটি করা সম্ভব হবেনা বলে জানিয়ে দিয়েছি। প্রসঙ্গত, গত শনিবার (১৭ অক্টোবর) বাপ্পি-দীঘিকে নিয়ে এ সিনেমার ঘোষণা দেওয়া হয়।