চট্টগ্রাম, , শনিবার, ১৩ এপ্রিল ২০২৪

ফারুক খান তুহিন

কেরানীহা‌টে মিয়া হত্যাকারীদের ফাঁ‌সির দা‌বি‌তে প‌রিবহন শ্র‌মিক‌দের মানববন্ধন

প্রকাশ: ২০২০-১১-১৪ ১৫:৪৯:৪৭ || আপডেট: ২০২০-১১-১৪ ১৫:৪৯:৫২

লোহাগাড়া অ‌ফিস, বীর কন্ঠ:

সাতকা‌নিয়ার ব্যস্থতম এলাকা কেরানীহা‌টে শ‌ফিকুল ইসলাম প্রকাশ মিয়া হত্যাকা‌ন্ডে জ‌ড়িত স‌ন্দে‌হে গ্রেফতার হওয়া আাসামী‌দের ফাঁ‌সির দা‌বি‌তে মানববন্ধন ক‌রে‌ছে বি‌ভিন্ন প‌রিবহন শ্র‌মিক সংগঠ‌নের নেতাকর্মীরা। শ‌নিবার (১৩ ন‌ভেম্বর) সকা‌ল সা‌ড়ে দশটায় কেরানীহা‌টের বান্দরবান রাস্তার মাথায় অনু‌ষ্ঠিত মানববন্ধ‌নে প‌রিবহন শ্র‌মিক ছাড়াও বি‌ভিন্ন শ্রে‌ণি পেশার মানুষ অংশ নেয়।

মানবন্ধ‌নে নেতৃত্ব দেয় বান্দরবান ট্রাক, মি‌নিট্রাক মা‌লিক-শ্র‌মিক স‌মি‌তি এবং হযরত বা‌য়ে‌জিদ বোস্তামী (রা) হাইচ চালক সমবায় স‌মি‌তি।

মানবন্ধ‌নে অংশ নেন কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনির আহাম্মদ, বান্দরবা‌নের শ্র‌মিকলীগ সভাপ‌তি আবু মুছা কোম্পানী, কেওঁ‌চিয়া ইউ‌নিয়ন আওয়ামীলীগ সভাপ‌তি মাস্টার ইউনুছ, কেরানীহাট ব্যাবসায়ি সমবায় সমিতির সভাপতি ফেরদৌস, অর্থ সম্পাদক সোলাইমান বাবুল, বিশিষ্ট শিল্পপতি শামসুল ইসলাম, কেঁওচিয়ার সাবেক চেয়ারম্যান লাইনম্যান সৈয়দ, আওয়ামীলীগ নেতা আবু ছা‌লেহ শান, ব্যাংকার ম‌হিউ‌দ্দিন মু‌হিত প্রমুখ।

মানববন্ধ‌নে বক্তারা ব‌লেন, মোটরসাই‌কেল চোরচ‌ক্রের প‌রিক‌ল্পিত আঘা‌তে নিহত শ‌ফিকুল ইসলাম মিয়ার হত্যাকারী‌দের দৃষ্টান্ত শা‌স্তি প্র‌য়োগ কর‌তে হ‌বে। ফেরারী আসামী‌দেরও গ্রেফতার ক‌রে আই‌নের আওতায় এ‌নে দ্রুত সম‌য়ে স‌র্বোচ্চ শা‌স্তি মৃত্যুদন্ড নি‌শ্চিত কর‌তে হ‌বে। আই‌নের বেড়াজাল টপ‌কে হত্যাকারীরা বের হ‌য়ে গে‌লে সমা‌জে এধর‌নের আ‌রো ন্যাক্কারজনক ঘটনার আশংকা র‌য়ে‌ছে।

উ‌ল্লেখ্য, গত ২৪ অ‌ক্টোবর ভোর রা‌তে সাতকা‌নিয়ার কেও‌চিয়া ইউ‌নিয়‌নের আমতল এলাকায় মোটরসাই‌কেল চু‌রি ক‌রে নি‌য়ে যাওয়ার সময় চোর‌দের বাঁধা দেয় শ‌ফিকুল। এসময় চো‌রের লোহার র‌ডের আঘা‌তে গুরুতর আহত হন তি‌নি। প‌রে স্থানীয়রা তাক‌ে উদ্ধার ক‌রে এক‌টি বেসরকা‌রি হাসপাতা‌লে নি‌য়ে ‌চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *