admin
প্রকাশ: ২০২১-০৩-৩০ ১৩:২৫:৪০ || আপডেট: ২০২১-০৩-৩০ ১৩:২৫:৪৬
জাহেদুল হক, আনোয়ারা|আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক বলেছেন,ব্যবসা সুদের অনুরূপ নয়। আল্লাহপাক ব্যবসাকে হালাল করেছেন, আর সুদ করেছেন হারাম। কোনো মুসলমান যদি এটাকে মনে রেখে তার ব্যবসা কার্য পরিচালনা করতে পারলে সে এ দুনিয়াতে এবং আখিরাতে উভয়ে সফলকাম। তাই আপনাদেরকে বিষয়টি মাথায় রেখে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে হবে।
শনিবার বিকেলে আনোয়ারা সদরে ফরচুন দিপুমনি শপিং কমপ্লেক্স উদ্বোধনকালে তিনি এ অভিমত ব্যক্ত করেন। ফরচুন গ্রæপের চেয়ারম্যান মো.নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসিম কুমার দেব,আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মো.রিদওয়ানুল হক,ফরচুন দিপুমনি শপিং কমপ্লেক্সের সত্ত¡াধিকারী বাবুল দাশ,আনোয়ারা সদর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো.মামুনুর রশিদ,উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম,দক্ষিণ জেলা যুবলীগের সদস্য এম এ আব্বাস,উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম,কমপ্লেক্স মালিকের ছেলে বিপ্লব দাশ ও শিমুল দাশ প্রমুখ।