admin
প্রকাশ: ২০২১-০৪-০২ ২০:৪৭:১১ || আপডেট: ২০২১-০৪-০২ ২০:৪৭:১৬
জাহেদুল হক, আনোয়ারা প্রতিনিধি|
করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে আনোয়ারা উপজেলার মানবিক সংগঠন স্বপ্নের অভিযাত্রীর উদ্যোগে সচেতনতামূলক র্যালী বের করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় থেকে র্যালীটি বের হয়ে বন্দর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
এ সময় পথচারী ও পরিবহন যাত্রীদের করোনা প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ মাস্ক বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সদস্য এম এ রশিদ,কাফকো কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীন,সাংবাদিক ও ছড়াকার রফিক আহমদ খান, আবদুল মালেক,কামাল সওদাগর,আবদুল মন্নানসহ সংগঠনের কর্মকর্তারা।