admin
প্রকাশ: ২০২১-০৪-০৫ ২১:৩০:২৫ || আপডেট: ২০২১-০৪-০৫ ২১:৩০:৩১
জাহেদুল হক, আনোয়ারা|
করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খোলা রাখা,বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা ও মাস্ক না পরার দায়ে আনোয়ারা উপজেলায় ১৯টি মামলায় ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সময়ে উপজেলার জয়কালী বাজার,চাতরী চৌমুহনী বাজার,মালঘর বাজার ও বটতলী রুস্তমহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শেখ জোবায়ের আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম তানভীর হাসান চৌধুরী।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন,করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১৫ দোকানি এবং মাস্ক না পরে অযথা বাইরে ঘোরাঘুরি করায় ৪জনকে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানো হচ্ছে। এবং নিয়মিত প্রচারণা করা হচ্ছে। যারা সরকারি নির্দেশনা অমান্য করে অযথা ঘোরাফেরা করছে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করব। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।