admin
প্রকাশ: ২০২১-০৭-২৭ ১০:৪৮:৫১ || আপডেট: ২০২১-০৭-২৭ ১০:৪৮:৫৭
সৌদিআরব প্রতিনিধি|
অবশেষে আগামী ১০ আগস্ট থেকে বিদেশি মুসল্লিরা পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি সরকার। রবিবার (২৫ জুলাই) এই সিদ্ধান্তের কথা জানায় দেশটি।
এর আগে, করোনা মহামারীর ফলে দীর্ঘদিন বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের অনুমতি দেয়নি দেশটি। এমনকি হজের সময়ও অনুমতি দেওয়া হয়নি। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলো মধ্যপ্রাচ্যের এই দেশটি।
রবিবার (২৫ জুলাই) থেকেই সৌদির নাগরিক ও বাসিন্দাদের জন্য ওমরাহ পালনের অনুমতি দিয়েছে দেশটির প্রশাসন।
দেশটির সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, হজ মৌসুম শেষ হওয়ায় ওমরাহ পালনের জন্য রবিবার থেকে ইসলামিক পবিত্র স্থাপনাগুলো পুনরায় খুলে দিয়েছে সৌদি।
এ বিষয়ে মক্কার পবিত্র মসজিদুল হারামের ব্যবস্থাপনা সম্পর্কিত উপ-প্রধান সাদ বিন মোহাম্মদ আল-মুহাইমিদ জানান, ‘ইবাদতকারী ও ওমরাহ পালনকারীদের গ্রহণে প্রস্তুত পবিত্র মসজিদুল হারাম।’