চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

লামায় স্কুলছাত্রীদের আত্মরক্ষামূলক মার্শাল আর্ট প্রশিক্ষণ সম্পন্ন |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২২-০৪-১৩ ০২:২৫:০২ || আপডেট: ২০২২-০৪-১৩ ০২:২৫:০৪

নাজিম উদ্দীন রানা, লামা|
“আত্মরক্ষার কৌশল-আত্নবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক” এ প্রতিপাদ্য নিয়ে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের স্কুল ছাত্রীদের মাসব্যাপী আত্মরক্ষা মূলক কারাতে প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।

আর্ন্তজাতিক সংস্হা USAID এর অর্থায়নে তাহজিংডং এর পরিচালনায় মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ ১২ এপ্রিল আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সম্পন্ন হয়েছে।

তাহজিংডং, র লামা উপজেলা কর্মকর্তা মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় ও চিনু মং মারমায় সভাপতিত্বে অনুষ্টিত সমাপনী অনুষ্টান ও সনদ বিতরন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন।বিশেষ অতিথি ছিলেন আজিজনগর ইউপি সদস্য উথোয়াই মারমা, তাহজিংডংয়ের প্রোগ্রাম পরিচালক জিয়া উদ্দীন বাবুল, চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মনজুর রহমান, লামা উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দীন রানা ও প্রশিক্ষক কু কু প্রু মারমা প্রমূখ।

প্রশিক্ষনে প্রথম স্হান অধিকার করেন চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ৭ম শ্রেণীর ছাত্রী বর্ষা, ১ম রানার্স আপ বিজয়ী চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ইয়ারিসা নাজিম আলিফা, ২য় রানার্স আপ বিজয়ী আজিজনগর গার্লস স্কুলের ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী হুরে জান্নাত নিহা।

অতিথিরা আজিজনগর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয় থেকে অংশগ্রহনকারি সকল ছাত্রীদের হাতে সনদ ও ক্রেষ্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *