চট্টগ্রাম, , সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

admin

চট্টগ্রামে আরও ২২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশ: ২০২২-০৯-১৪ ২১:১৯:০৫ || আপডেট: ২০২২-০৯-১৪ ২১:১৯:১১

বীর কণ্ঠ ডেস্ক|
চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে নতুন করে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে। এর আগের দু’দিন এডিসের জীবাণুতে আক্রান্ত হন ৩৯ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত আছি। সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক রোগীর সংখ্যা খুবই কম। তারপরও সচেতন থাকতে হবে।

জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯ জন, জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলা পর্যায়ে ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১২ জন। চমেক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন রোগী। এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *