admin
প্রকাশ: ২০২৩-০৪-১০ ২০:২৮:৪৯ || আপডেট: ২০২৩-০৪-১০ ২০:২৮:৫৫
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি♦
চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে পুড়ে ফরিদা পারভীন নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের করম আলী ভূঁইয়া বাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা একই বাড়ির মৃত শামসুল হকের কন্যা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফরিদা পারভিন শারীরিক প্রতিবন্ধি ছিলেন। তিনি বাবার বাড়িতে ভাইয়ের ঘরে বসবাস করতেন। ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে তার ভাইয়ের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় ফরিদা ঘরের মধ্যে খাটের ওপর ঘুমানো অবস্থায় ছিলেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি ঘর থেকে বের হতে না পেরে আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের ছোট ভাই আলী আজগর মজনু জানান, পাশের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আপা (ফরিদা পারভিন) শারীরিকভাবে অক্ষম ছিলেন। এ জন্য আগুন লাগার পর ঘর হতে বের হতে পারেন নি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, দগ্ধ নারী শারিরিক প্রতিবন্ধী হওয়ার কারণে অগ্নিকাণ্ডের সময় বের হতে পারেন নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।