admin
প্রকাশ: ২০২৩-০৪-১৭ ০১:৪৮:১৪ || আপডেট: ২০২৩-০৪-১৭ ০১:৪৮:১৯
চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধি|চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চন্দনাইশ উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ ইকবাল হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে ফোরকান প্রকাশ শুভ (৪৫) নামে আরেক জনের। ফোরকানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নে বাদামতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ ইকবাল হোসেন চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড বানুর বাপের বাড়ি এলাকার আবদুল মালেক প্রকাশ বাঁচা মিয়ার দ্বিতীয় ছেলে। আহত ফোরকান প্রকাশ শুভ একই এলাকার মোঃ রফিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই এলাকায় চট্টগ্রাম অভিমূখী ট্রাক ( ঢাকা মেট্রো ট ২০-২৯২৩) এর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাইক আরোহী মোঃ ইকবাল হোসেন মারা যান। আহত শুভকে স্থানীয়রা উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
দোহাজারী হাইওয়ে থানার এসআই সুমন রহমান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।