চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

admin

বোয়ালখালীতে রাতের আঁধারে মাটি বিক্রয়, ব্যবসায়ীকে জরিমানা |বীরকণ্ঠ

প্রকাশ: ২০২৩-০৪-১৭ ০১:৩১:১৭ || আপডেট: ২০২৩-০৪-১৭ ০১:৩১:২১

বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি|
বোয়ালখালীতে রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিলেন আবু তালেব (৪২) নামের এক মাটি ব্যবসায়ী। এ সময় ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পোপাদিয়া ইউনিয়নের শরীফ পাড়া এলাকায় কৃষি জমির মাটি কাটা চলছিল।

খবর পেয়ে রাতেই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

তিনি বলেন, রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে আবু তালেবকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাটি কাটায় ব্যবহৃত ১টি স্কেভেটর ও মাটি পরিবহনকারী ১টি ট্রাক জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *