admin
প্রকাশ: ২০২৩-১১-০৬ ২২:৫৬:১০ || আপডেট: ২০২৩-১১-০৬ ২২:৫৬:১৫
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি🔘
চট্টগ্রামের সাতকানিয়ায় কাভার্ডভ্যানে করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির অপরাধে মো: আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ওই ব্যক্তি দৈনিক মজুরির ভিত্তিতে গ্যাস বিক্রি করতেন।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে কেরানীহাট – বান্দরবান সড়কের পাশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এই অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশায় করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস বিক্রির সময় আব্দুস সাত্তার নামে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। অপরাধ স্বীকার করে নেওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পুনরায় অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।