admin
প্রকাশ: ২০২৩-১২-২৬ ১০:০১:১২ || আপডেট: ২০২৩-১২-২৬ ১০:০১:১৮
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | চট্টগ্রামের লোহাগাড়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফর রহমান রাশেলকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলার চুনতি সাতগড় পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেলা ডিবির এসআই এখতিয়ার উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। লুৎফর রহমান রাশেল উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাতগড় এলাকার পূর্ব পাড়ার নুরুল ইসলাম জনু মেস্ত্রীর পুত্র।
জানা যায়, ২০১৭ সালে ১০ এপ্রিল আদালত আসামি লুৎফর রহমান রাসেলকে দন্ড বিধি আইনের ৩২৬ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং দশহাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করেন। একই বছর রাশেল ২১ মে আত্মসমর্পন করলে আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। অতঃপর আসামি পরের দিন জেলা ও দায়রা জজ আদালতে আপীল দায়ের করেন ।
পরে ফৌজদারী আপীল মামলা নং ৪১৪/১৭
৩য় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে নিষ্পত্তি হয়। এ বছর ৯ জুলাই আদালত আসামীর সাজা বহাল রাখেন। সে এতদিন পলাতক ছিল।