admin
প্রকাশ: ২০২৪-০১-২৯ ০৯:৫২:১৫ || আপডেট: ২০২৪-০১-২৯ ০৯:৫২:২০
কক্সবাজার প্রতিনিধি|
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পে মো. ইয়াসিন নামের এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
রবিবার (২৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াসিন (৩৫) জামতলী ১৫ নম্বর ক্যাম্পের আবদুল বারীর ছেলে।
৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর জানান, জামতলী ১৫ নম্বর ক্যাম্পের এক লার্নিং সেন্টারের নাইটগার্ড হিসেবে দায়িত্ব পালনকালে কিছু দূর্বৃত্ত মো: ইয়াসিনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখন বলা যাচ্ছে না।