admin
প্রকাশ: ২০২৪-১১-২৭ ২২:৩৬:৫০ || আপডেট: ২০২৪-১১-২৭ ২২:৩৬:৫১
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি |
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক লোহাগাড়া উপজেলার চুনতি হাজী রাস্তার মাথায় দূর্ঘটনায় পতিত হয়েছে সারজিস – হাসনাতের গাড়ী।
২৭ নভেম্বর বুধবার আনুমানিক রাত আট টায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে ফেরার পথে এ দূর্ঘটনা হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম প্রাইভেটকার (চট্টমেট্টো- গ- ১৩-৪৮০৮) করে নিহত আইনজীবী আলিফের কবর জেয়ারত করতে উপজেলার চুনতি ফারাঙ্গায় আসেন। ফেরার পথে ওই এলাকায় কক্সবাজার অভিমূখী একটি ট্রাক প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে কারটির সামনে ভেঙ্গে যায়। তৎক্ষণাৎ থানা পুলিশের টিম ট্রাক ও কারটি থানায় নিয়ে আসে। ট্রাক ড্রাইভার ও হেল্পারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ওই গাড়ীতে ছিলেন না সারজিস ও হাসনাত।
আটক ট্রাক ড্রাইভারের নাম মুজিবর রহমান(৪০)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বইলর গ্রামের হামিদ আলীর পুত্র।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএস আই মোহাম্মদ হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ড্রাইভার ও হেল্পার আটক আছেন। দূর্ঘটনা না হত্যার চেষ্টা এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। টহল পুলিশের পাহারায় সারজিস ও হাসনাতকে চট্টগ্রাম দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কোন হতাহতের ঘটনা ঘটে নি।