admin
প্রকাশ: ২০১৭-০৮-১৪ ২২:৩২:৫৪ || আপডেট: ২০১৭-০৮-১৪ ২২:৩২:৫৪
তুমি না হলে
কবি নাছির উদ্দিন
———————————–
তুমি পদ্মায়, তুমি মেঘনায়
তুমি কর্ণফুলীর স্রোতে,
তুমি বাংলা মায়ের লালিত স্বপ্ন
কাজল নয়ন ভ্রুতে।
তুমি সোচ্চার সেই প্রতিবাদী নেতা
বিবরণ যার অশেষ,
তোমারি জন্মে একটি জাতি
পেয়েছে বাংলাদেশ।
তুমি নাহলে এদেশ হতো না,
এ মাটি হতোনা মুক্ত,
তুমি না এলে বাঙ্গালীর বেশে
হতোনা বাঙ্গালী জয়যুক্ত।
তুমি গ্রীষ্ম, বর্ষা, শরত, হেমন্ত
শীত, বসন্ত, রাজ,
তোমারি সংগ্রামে রচিত হল
এ দেশের ইতিহাস।
তুমি চেতনার, তুমি প্রেরণার,
তুমি বাঙ্গালীর প্রিয় নেতা,
তোমারি জন্মে লাখো বাঙ্গালীর
বিলীন হয়েছে ব্যথা।
তুমি সবুজের বুকে রক্তের ফোটা
পতাকা উড্ডয়মান,
তুমি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী
শেখ মুজিবুর রহমান।।