admin
প্রকাশ: ২০১৭-০৯-১০ ১০:৫৬:০৫ || আপডেট: ২০১৭-০৯-১০ ১০:৫৬:০৫
বীর কন্ঠ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীর মীরের খিল এলাকায় পাহাড়ি ঢলে এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মাকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে অপর বোন। রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে এই তিনজন ভেসে যায়।হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাকের হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।পাহাড়ি ঢলে ভেসে মৃত শিশুর নাম বৈশাখী (১১)। তার মা কোহিনুর আক্তারকে ফায়ার সার্ভিস জীবিত উদ্ধার করলেও বোন লিজা (১২) এখনও নিখোঁজ রয়েছে।জাকের হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে হাটহাজারীর মীরের খিল এলাকায় পাহাড়ি ঢলে মাসহ দুই মেয়ে ভেসে যান। স্থানীয়দের সহায়তায় মাকে ঘটনার পরপরই উদ্ধার করা হয়। বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে ২০০ গজ দূরে মুনদিরি খালে তল্লাশি চালিয়ে ওই নারীর ছোট মেয়ে বৈশাখীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপর মেয়ে এখনও নিখোঁজ রয়েছে।’তিনি বলেন, ‘শহর থেকে আমাদের ডুবুরিরা এসেছেন। তারা মুনদিরি খালে তল্লাশি পরিচালনা করবেন। ওই খালে অনেক বাঁশঝোপ রয়েছে, ওই বাঁশঝাড়ে তার মৃতদেহ আটকে থাকতে পারে।’হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেসা শিউলি বাংলা ট্রিবিউনকে ‘পাহাড়ি ঢলে মাসহ দুই মেয়ে ভেসে যাওয়ার খবর পেয়েছি। ওইখানে আমাদের কর্মকর্তারা গিয়েছেন। আমিও সেখানে যাচ্ছি।