চট্টগ্রাম, , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

admin

রোহিঙ্গাদের হাতে যারা সিম বিক্রি করেছেন তাদের শনাক্ত করবে বিটিআরসি: তারানা হালিম

প্রকাশ: ২০১৭-০৯-২৩ ১০:৪৫:০৯ || আপডেট: ২০১৭-০৯-২৩ ১০:৪৬:২৯

বীর কন্ঠ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, রোহিঙ্গাদের হাতে যারা সিম বিক্রি করেছেন তাদের শনাক্ত করবে বিটিআরসি।

শনিবার দুপুরে বিটিআরসিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের রোহিঙ্গাদের কাছে মোবাইল সিম বিক্রিয় নিয়ন্ত্রণ ও মনিটরিং সংক্রান্ত সভা শেষে প্রতিমন্ত্রী একথা কলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের বিষয়ে মানবতা ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মোবাইল কোম্পানিগুলো শরণার্থীদের ক্যাম্প এলাকায় বুথ বসানো হবে। খুব অল্প পয়সায় যেন রোহিঙ্গারা ফোন সুবিধা পান। তবে সতর্ক থাকতে হবে।

 

তিনি বলেন, যাদের বায়োমেট্রিক করা সিম রোহিঙ্গাদের হাতে গেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

এ সময় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন বিটিআরসির ভারপ্রাপ্ত চেযারম্যান মো জহুরুল হক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *