চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

টেকনাফে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

প্রকাশ: ২০১৭-০৯-২৬ ০৯:১২:২৫ || আপডেট: ২০১৭-০৯-২৬ ০৯:১২:২৫

 

বীর কন্ঠ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোর তিনটার দিকে এ অভিযান চালানো হয়।

 

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সাবরাং বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল রাজ্জাক বিশ্বাস ইয়াবার চালান আসার খবর পেয়ে বিশেষ টহল দল নিয়ে ৪নং স্লুইচ গেটের দক্ষিণ পাশে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকে। কিছুক্ষণ পর কয়েকজন লোককে ৩টি বস্তা মাথায় আসতে দেখে বিজিবি টহল দল আরও কাছে আসার জন্য অপেক্ষা করে। এসময় ইয়াবা বহনকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

 

পরে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ইয়াবা বহনকারীরা তাদের বস্তাগুলো ফেলে পাশের গ্রামের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি করে বস্তাসমুহ উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৭০ লাখ টাকা।

 

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া-কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম অভিযানের সত্যতা স্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *