গানের দুপুর
-সাবরিনা কছির-
ইচ্ছে করে,,,
সব ইচ্ছেগুলো দিই উড়িয়ে —–
সাদা ভেলায় ভাসিয়ে,
রংধনুর সাত রঙয়ে রাঙ্গিয়ে,
সাজিয়ে রাখি মন মন্দিরে——
রঙে রূপে সে কত রঙ্গিন,,,,
মনে হয় যেন ইচ্ছে গানের দুপুর।।।
জানি না ;জানি না,,,,
কি করি এখন—–?
ইচ্ছের বেড়াজালে গেলাম আটকে —–
পেলাম এক অপূর্ব শিহরণ।।।
সেই শিহরণে আমি –তুমি,
তুমি -আমি,,,,, ,,,,, ,
মনে হয় যেন ইচ্ছে গানের দুপুর ।।।।।