চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

বয়েজ অব সুখছড়ী উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রকাশ: ২০১৭-০৯-৩০ ১৮:৪৮:৩৩ || আপডেট: ২০১৭-০৯-৩০ ১৮:৪৮:৩৩

সুজন দাশ: লোহাগাড়া উপজেলার সুখছড়ী গ্রামের অন্যতম সামাজিক সংগঠন বয়েজ অব সুখছড়ী এর উদ্যোগে বিজয়া দশমী উপলক্ষ্যে শিক্ষা সামগ্রী বিতরন ও সংবর্ধনা অনুষ্ঠান আজ সকাল ১১ ঘটিকার সময় সুখছড়ী কালী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

আজ ছিলো শারদীয়া দূর্গোৎসবের সমাপনী দিন তথা বিজয়া দশমী। সকাল বেলা মায়ের উদ্যেশ্যে পুষ্পাঞ্জলী নিবেদন শেষে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে “বয়েজ অব সুখছড়ী”এর সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি সুজন দাশ তাঁর স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করে ক্লাবের লক্ষ্য ও উদ্যেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন।

 

উক্ত মহতী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন

সুখছড়ী রাস মহোৎসব এর সম্মানিত উপদেষ্ঠা সাধন বিকাশ দাশ, সুখছড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শ্রদ্ধেয় কাজল কান্তি দাশ, সুখছড়ী উচ্চ বিদ্যালয় এর সাবেক সিনিয়র শিক্ষক বাদল কান্তি দত্ত, অবসর প্রাপ্ত ব্যাংকার নির্মল চৌধূরী, বিশিষ্ট সমাজ সেবক বাদল মজুমদার,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,লোহাগাড়া শাখার নব নির্বাচিত সা:সম্পাদক সুখছড়ীর কৃতি সন্তান ডা.রিটন কান্তি দাশ, সুখছড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত অভিভাবক সদস্য ডা. অনজন দাশ।

 

আলোচনা পর্বের শেষে শুরু হয় পাঠ্য বই ও শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান। প্রথমে একাদশ শ্রেণীর দুই দরিদ্র শিক্ষার্থীর হাতে দুই সেট নতুন বই তুলে দেয়া হয়। এর পর পর্যায়ক্রমে গ্রামের তিন পাড়ার নির্বাচিত দরিদ্র শিক্ষার্থীদের হাতে খাতা কলম ও পেনসিল তুলে  দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

 

অনুষ্ঠানে শেষদিকে বয়েজ অব অব সুখছড়ী এর পক্ষ হতে লোহাগাড়া পূজা উদযাপন পরিষদ এর নব নির্বাচিত সম্পাদক রিটক কান্তি দাশ এবং সুখছড়ী উচ্চ বিদ্যালয় এর নব নির্বাচিত অভিভাবক সদস্য অনজন কান্তি দাশ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *