চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অনন্য উদাহরণ স্থাপন করেছে: রাষ্ট্রপতি

প্রকাশ: ২০১৭-১০-০২ ২২:১৪:১৮ || আপডেট: ২০১৭-১০-০২ ২২:১৪:১৮

বীর কন্ঠ ডেস্ক : বিশ্বশান্তি বজায় রাখার লক্ষ্যে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘জাতিসংঘের তত্ত্বাবধানে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় উদাহরণ স্থাপন করেছে।’ সোমবার  বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ‘ইউনাইটেড নেশন্স মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’র (এমআইএনইউএসএমএ) ফোর্স কমান্ডার মেজর জেনারেল জেন পল ডিকোনিনক সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এ তথ্য জানান।

 

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের শান্তিরক্ষীরা বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অ্যান্ড ট্রেনিং ইতোমধ্যে দেশ ও বিদেশের শান্তিরক্ষীদের প্রশিক্ষণ দেওয়ার একটি অনন্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’

 

ফোর্স কমান্ডারের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘এই সফর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে বাংলাদেশি শান্তিরক্ষীদের উৎসাহিত করবে।’

 

মেজর জেনারেল ডিকোনিনক জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্তির পর থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের উচ্চমানের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সাহসিকতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দিনগুলোয় বাংলাদেশের শান্তিরক্ষীরা সর্বোচ্চ সামর্থ্যের মাধ্যমে দায়িত্ব ও কর্তব্য পালনে সক্ষম হবে।’

 

এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *