চট্টগ্রাম, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin

মিলার পাইলট স্বামী কারাগারে !

প্রকাশ: ২০১৭-১০-১০ ১০:৫৫:৪৫ || আপডেট: ২০১৭-১০-১০ ১০:৫৫:৪৫

রঙ্গমঞ্চ, বীরকন্ঠ: 

কণ্ঠশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত ।

সোমবার ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলামের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।

গত ৬ অক্টোবর পারভেজ সানজারিকে গ্রেফতার করে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বিষয়টি নিশ্চিত করে ওইদিন জানান, শুক্রবার তার বিরুদ্ধে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে রিমান্ড মঞ্জুর করেননি আদালত।

এর আগে বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি করেন। মামলা নম্বর ৪ (১০)। আলী হোসেন খান বলেন, মিলার অভিযোগের পরিপ্রেক্ষিতে তার স্বামীর বিরুদ্ধে আমরা অভিযোগ গ্রহণ করেছি।

মামলার অভিযোগে বলা হয়, বিয়ের পর মিলাকে পর্যায়ক্রমে মারধর করা হয়। সর্বশেষ ৩ অক্টোবর তাকে মারধর করা হয়। এর আগে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক নেয় তার স্বামী। পরবর্তীতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা না পেয়ে স্বামী তাকে মারধর করে।

একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারি। চলতি বছরের ১২ মে মিলার বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *