চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin

আগামী ২৩ অক্টোবর মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ২০১৭-১০-১২ ১৫:৩০:০১ || আপডেট: ২০১৭-১০-১২ ১৫:৩০:০১

বীর কন্ঠ ডেস্ক: আগামী ২৩ অক্টোবর মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী নিজেই এ কথা জানান।

 

আসাদুজ্জামান খান কামাল জানান, সফরে মূল আলোচ্য বিষয় হবে নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মিয়ানমারের ফেরত দেয়ার বিষয়টি।এ ছাড়া অন্যান্য অমীমাংসিত বিষয়ে নিয়েও মিয়ানমারের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমার সফরের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার উন্নয়ন হবে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশের ৩০টি তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রোহিঙ্গাবিরোধী কঠোর অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। ওই অভিযান শুরুর পর এখনও পর্যন্ত ৫ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে ঢুকেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্তী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *