চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

ঢাকার পথে খালেদা জিয়া

প্রকাশ: ২০১৭-১০-৩১ ১৫:০৬:২৩ || আপডেট: ২০১৭-১০-৩১ ১৫:০৬:২৩

 

বীর কন্ঠ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে ঢাকায় ফিরছেন।

 

মঙ্গলবার বেলা সোয়া ২টায় সড়কপথে চট্টগ্রাম সার্কিট হাউস থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে গত শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রওনা হন খালেদা জিয়া।

 

সোমবার তিনি ময়নারগোনা, হাকিমপাড়া, বালুখালী-২ শরণার্থী শিবির এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) চিকিৎসা শিবির পরিদর্শন করেন।

 

সেখানে তিনি রোহিঙ্গা পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এর আগে সোমবার সকালে ১০ হাজার পরিবারের জন্য ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী সেনাবাহিনীর হাতে তুলে দেয়া হয় বিএনপির পক্ষ থেকে।

 

বিকাল ৪টায় খালেদা জিয়া কক্সবাজার সার্কিট হাউসে ফিরে গিয়ে বিশ্রাম নেন।

 

এর পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কক্সবাজার ত্যাগ করেন এবং রাত সাড়ে ১১টায় তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান।

 

আজ মঙ্গলবার সেখান থেকে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন। পথে তিনি ফেনী অথবা কুমিল্লায় যাত্রাবিরতি  করতে পারেন। – যুগান্তর

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *