চট্টগ্রাম, , বুধবার, ১ মে ২০২৪

admin

ঈদগাঁওতে মুক্তিযোদ্ধা রাজা মিয়া সেতুর ভিত্তির প্রস্তর স্থাপনস্থাপন

প্রকাশ: ২০১৭-১১-০১ ২১:২৪:৪০ || আপডেট: ২০১৭-১১-০১ ২১:২৪:৪০

এইচ এম তৈয়ব জালাল (ঈদগাহ) কক্সবাজার:

 

ঈদগাঁও খালের উপর ইসলামাবাদ-জালালাবাদ সংযুক্ত বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া সেতুর ভিত্তি প্রস্থর স্থাপিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৩০ লাখ টাকার বাজেটে প্রকল্পটি গ্রহণ করেছে। ১ নভেম্বর সন্ধ্যায় ঈদগাঁও বাজারের নদী সংলগ্ন বাঁশঘাটায় এ সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য-২৯৬ এর আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। আইআরআইডিপি-২ শীর্ষক প্রকল্পের আওতায় স্থানীয় প্রয়াত মুক্তিযোদ্ধার নামানুসারে এ সেতুর কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। সেতুটি নির্মাণে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ছিল। এ উপলক্ষ্যে সড়কের দক্ষিণ প্রান্ত তথা বাঁশঘাটায় আয়োজিত ভিত্তি প্রস্থর স্থাপন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন ইসলামাবাদ চেয়ারম্যান মো. নুর ছিদ্দিক। প্রধান অতিথি সাংসদ কমল তাঁর বক্তব্যে বলেন, মরহুম মুক্তিযোদ্ধা এতদ এলাকার গণতান্ত্রিক ও রাজনৈতিক নেতা ছিলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে সেতুটি তার নামে নামকরণ করা হয়েছে। তিনি তার উন্নয়ন কার্যক্রম নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলেন, ঈদগাঁও বাজারের উন্নয়নে ২ কোটি ৬০ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। ভূমি অফিস থেকে বঙ্কিম বাজার হয়ে চৌফলদন্ডী থেকে কক্সবাজার পর্যন্ত দীর্ঘ ১৭ কি.মি. রাস্তা নির্মাণ করা হচ্ছে। স্বাধীনতার পর এ এলাকায় এত উন্নয়ন হয়নি উল্লেখ করে বলেন, তিনি তার বরাদ্ধ থেকে ভারুয়াখালী, নয়াপাড়া, ননামিয়া পাড়া, চৌধুরী পাড়া সড়ক নির্মাণসহ পানিরছড়া থেকে ভারুয়খালী পর্যন্ত সড়ক নির্মাণ করেন। তার সময়ে কালিরছড়া ভুতিয়ার পাড়া সড়ক নির্মাণ, স্লুইচ গেইট তৈরি, ইসলামাবাদ, গজালিয়া ও আউলিয়াবাদ সড়ক নির্মাণ হয়েছে। গোমাতলী থেকে রাজঘাট পর্যন্ত রাস্তা সংস্কার করা হচ্ছে। অতীতের কোন সরকার এ ধরণের উন্নয়ন করেনি। তিনি ঈদগাঁওসহ কক্সবাজারের বিভিন্ন স্থানে লাখ লাখ মানুষ থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে ৪/৫ মানুষ বরণ করতে রাজপথে দাঁড়ান বলে মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে আসন্ন সংসদ নির্বাচনে তাকে ভোট দেয়ার আহবান জানিয়ে বলেন, তিনি নির্বাচিত হলে আগামীতে যাবতীয় সুযোগ-সুবিধা দেয়া হবে। শেষে তিনি নৌকা প্রতীকের শ্লোগান ধরে আগামী ৪ নভেম্বর ঈদগাঁওতে সড়ক মন্ত্রী ওবাইদুল কাদেরের সভাকে সফল করার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সদর আ.লীগ সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, কক্সবাজার প্যানেল চেয়ারম্যান-২ সোহেল জাহান চৌধুরী প্রমুখ। উপস্থিত ছিলেন পোকখালী চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, পোকখালী আ.লীগ সভাপতি মোজাহের আহমদ, সদর আ.লীগ সহ-সভাপতি বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ, জালালাবাদ আ.লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী, সাধারণ সম্পাদক ডা. এম. মমতাজুল ইসলাম, ইসলামাবাদ আ.লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, ঈদগাঁও আ.লীগ সহ-সভাপতি হুমায়ুন তাহের হিমু, সাধারণ সম্পাদক তারেক আজিজ, নুরু কোম্পানী প্রকাশ সাড়া নুরু, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, সদর যুবলীগ নেতা ওসমান সরওয়ার ডিপো, মিজানুল হক,মেম্বার দিদারুল ইসলাম, মেম্বার আবু বক্কর ছিদ্দিক বান্ডি, নাছির উদ্দীন জয়, আমজাদ হোসেন ছোটন রাজা, হাসান তারেক, রাশেদ উদ্দীন রাসেল, আবু হেনা বিশাদ, নুরশাদ মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *