চট্টগ্রাম, , সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

admin

কক্সবাজারে ফেসবুকে জঙ্গি নিয়ে প্রচারণার অভিযোগে আটক ১

প্রকাশ: ২০১৭-১১-০১ ০০:০২:০৭ || আপডেট: ২০১৭-১১-০১ ০০:০২:০৭

বীর কন্ঠ ডেস্ক:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জঙ্গি নিয়ে প্রচারণার অভিযোগ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প সদস্যরা।

 

সোমবার রাতে তাকে কক্সবাজার শহরের গোলদীঘি এলাকা হতে আটক করা হয়। মঙ্গলবার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন। আটক যুবকের নাম মো. রিদুয়ান রহমান হৃদয় (১৮)। হৃদয় রামু উপজেলার শ্রীধনপাড়ার মো. আবদুল কাদেরের ছেলে।

 

র‌্যাব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন জানান, কক্সবাজার শহরের গোলদিঘীর পাড় এলাকায় অবস্থান করে যুবক রিদুয়ানুর রহমান হৃদয় মোবাইল ফোনে ফেসবুকের মাধ্যমে জঙ্গিবাদকে উস্কে দেয়ার প্রচারণা চালিয়ে আসছিল। এ তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

তিনি আরও জানান, আটক রিদুয়ান প্রাথমিকভাবে ফেসবুক ব্যবহার করে জঙ্গি উস্কানিমূলক কার্যক্রম চালানোর কথা স্বীকার করেছেন। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল পরীক্ষা করে তার ফেসবুক আইডি থেকে পোস্টকৃত জঙ্গিবাদবিষয়ক বিভিন্ন পোস্ট এবং ভিডিও উদ্ধার করা হয়।

 

এ ছাড়া তিনি ফেসবুক ম্যাসেঞ্জার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার যথাযথ প্রমাণ পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। জাগো,নিউজ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *