চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin

দুবাইতে ‘মিডিয়া ক্রাইম ও এর নীতিমালা’ শীর্ষক সেমিনার

প্রকাশ: ২০১৭-১১-০২ ২০:২৮:৪২ || আপডেট: ২০১৭-১১-০২ ২০:২৮:৪২

এস ডি স্বপন, দুবাই প্রতিনিধি

 

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইতে ‘মিডিয়া ক্রাইম ও এর নীতিমালা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আমিরাতের অন্যতম বাংলা পত্রিকা দেশের খবর এর প্রতিনিধিদল স্থানীয় সময় বুধবার দুপুর ১২টায় দুবাই পুলিশ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সেমিনারে অংশগ্রহণ করে।

সেমিনারে আমিরাতে সংবাদ পরিবেশন প্রচার ও প্রকাশের ওপর আলোকপাত এবং আইন অমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান কী ধরনের জরিমানার সম্মুখীন হতে পারে তা আলোকপাত করা হয়। সেমিনারে আমিরাতের সব ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিড়িয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশের খবরের সঙ্গে একটি তথ্য আদান প্রদান সম্পর্কিত স্মারকও হস্তান্তরিত হয়।

 

সেমিনারে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের তথ্য ও উন্নয়ন এবং সাইবার ক্রাইম বিভাগের প্রধান মেজর ড. সৌধ মোহাম্মদ আলখালিদি, ক্রাইম ও জনসচেতনতা বিভাগের প্রধান কর্নেল মোহাম্মদ সালেমসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *