admin
প্রকাশ: ২০১৭-১১-০৩ ১৯:০৮:১৩ || আপডেট: ২০১৭-১১-০৩ ১৯:০৮:১৩
বীর কন্ঠ ডেস্ক:
দেশ ও দলের স্বার্থে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
শুক্রবার জেল হত্যা দিবসের আলোচনা সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান তারা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, দেশ এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্ব, কিন্তু ৭৫’র ষড়যন্ত্রকারীরা থেমে নেই। আমাদের সেই ষড়যন্ত্রকারী ও খুনীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, অপশক্তি সবসময়ই তৎপর রয়েছে। খালেদা জিয়া আর বিএনপির ইন্ধনে এ অপশক্তি সক্রিয়। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।
একই আহ্বান জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এজন্য যত অপশক্তি, দুষ্কৃতিকারী তাদের প্রতিহত করতে হবে। তাহলে ১৫ আগস্ট, ২১ আগস্টের মত ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
এর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের খুনিরা, ৩ নভেম্বরের খুনিরা একই। ২১ আগস্টের খুনিরাও একই সূত্রে গাঁথা। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে।–পরিবর্তন