চট্টগ্রাম, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin

কবি নাছির উদ্দীন পুটিবিলা’র কবিতা

প্রকাশ: ২০১৭-১১-০৪ ২১:৩৮:০০ || আপডেট: ২০১৭-১১-০৪ ২১:৩৮:০০

আয় ভাতিজা আয় 

নাছির উদ্দীন পুটিবিলা

আয় ভাতিজা আয়

পুকুর পাড়ে যাই,

ঐ পুকুরে জাল দিয়েছে-

মাছের ভাগ বসাই।

 

ভাগ বসাল চালাক জেঠা

সামনে রেখে মোটা যেটা,

নে ভাতিজা কোনটা নিবি-

তোর বাপ যখনই নাই।

 

এই ভাতিজা কি করিল

মাকে যখন ডাক পাড়িল,

মা বলিল জেঠার সামনের-

ভাগ টি নিয়ে আয়।

 

খাইলে যেমন দিন চলে

না খেলেও কে বলে,

বাপ ছাড়া তোর, নুনে ভাতে-

দিন তো চলে যায়।

 

জেঠা যখন জানলো রে

জেঠার ভাগে হামলা রে,

ভাগ করা তো হয়নি সঠিক-

পাল্লা নিয়ে আয়।

হায়”হায় “হায়” হায়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *