চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin

চকরিয়ার বিশাল জনসভায়-সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের :বেগম জিয়া আবারও গাড়ি পোড়ার রাজনীতি করছেন

প্রকাশ: ২০১৭-১১-০৪ ২৩:০৮:২২ || আপডেট: ২০১৭-১১-০৪ ২৩:০৮:২২

মিজবাউল হক, চকরিয়া থেকে:

বর্তমান সরকারের এতো উন্নয়ন আর কোন সরকার আমলে হয়নি। নানা উন্নয়নে দেশ বদলে গেছে। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বে এখন মাথা উচু করে দাঁড়িয়েছে। তথ্য প্রযুক্তির কারণে মানুষের আয় বেড়ে গেছে। কম্পিউটার বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয় তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করছেন। দেশের মানুষ সেই সুফল পাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশ এগিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচী হিসাবে চট্টগ্রাম হতে কক্সবাজার যাওয়ার পথে ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় শহীদ আবদুল হামিদ পৌর বাসটার্মিনালে চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী থানা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও সেতু মন্ত্রী কেন্দ্রীয় আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি এসব কথা বলেন। 

 

তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মাথা খারাপ হয়ে গেছে। বেগম জিয়া রোহিঙ্গাদের ত্রানের নামে নতুন করে রাজনীতির খেলা শুরু করেছেন। বিএনপি নেতারা বলছেন, তাদের পথসভায় নাকি মানুষের ঢল নেমেছে ? সড়ক ও সেতু মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, চকরিয়া বাসটার্মিনালে আওয়ামীলীগের জনসভায় এতো মানুষ আর কোন দিন হয়নি। দেখে যাও, জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এটাই প্রমাণ করে শেখ হাসিনার উন্নয়নে এইদেশের মানুষ খুশিতে আছেন। তারা বার বার শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় দেখতে চায়। তিনি আরও বলেন, রোহিঙ্গাদের এতো মায়া দরদ কেন ? মায়া থাকলে আগে আসেননি কেন ? আড়াই মাস পর রোহিঙ্গাদের দেখতে আসা মানে অপরাজনীতি ছাড়া কিছু নয়। আবারও গাড়ি পোড়ার রাজনীতি শুরু করেছেন। যাওয়ার সময় ভাঙ্গছেন। ফেরার সময় গাড়ি পুড়িয়েছেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।

 

ওবায়দুল কাদের আরও বলেন, রোহিঙ্গাদের শান্তিপূর্নভাবে আশ্রয় দিয়ে সারাবিশ্বে এখন জননেত্রী শেখ হাসিনা প্রশংসিত হয়েছে। তার দক্ষ কুটনীতিকের কারণে রোহিঙ্গাদের ফেরত নিতে মায়ানমারকে চাপ সৃষ্টি করেছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর পরিচালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এদিকে বিকাল দুইটার দিকে শতশত মানুষ মিছিল নিয়ে জনসভা স্থলের দিকে আসতে থাকে। বিকাল তিনটার মধ্যে জনসভাটি কানায় কানায় পূর্ন হয়ে জনসমুদ্রে পরিণত হয়।

 

একপর্যায়ে তিল পরিমাণ ঠাই নেই পুরো বাসটার্মিনাল এলাকায়। মানুষের লোকারন্যে হয়ে যায়। মহাসড়কে যানবাহন গুলোতে জটলা লেগে যায়। জনসভাস্থলে হাজার হাজার মানুষ অপেক্ষা করতে থাকে প্রিয় নেতা সড়ক ও সেতু মন্ত্রীর জন্য। এরইমধ্যে বিভিন্ন শিল্পীদের নিয়ে গান পরিবেশন করে আনন্দে রাখা হয়। রাত ৮টায় জনসভাস্থলে আসেন ওবায়দুল কাদের এমপি। তিনি প্রায় ২০ মিনিট বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা রনজিত দাশ, ইউনুছ বাঙ্গালী, সাবেক ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল আবছার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, মোক্তার আহমদ চৌধুরী, অধ্যক্ষ গিয়াস উদ্দিন, এম আর চৌধুরী, মাতামুহুরী থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মহসিন বাবুল, পেকুয়ার সভাপতি বিটু চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল কাসেম, ছৈয়দ আলম কমিশনার ও পৌরসভার সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, উপজেলার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আনসার, যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউসার উদ্দিন কচির, ছাত্রলীগের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, শ্রমিকলীগের সভাপতি জামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *