চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin

পাহাড়ে উৎপাদিত কলা দেশের প্রত্যন্ত এলাকায়

প্রকাশ: ২০১৭-১১-০৪ ১২:৪২:৩৩ || আপডেট: ২০১৭-১১-০৪ ১২:৪২:৩৩

 শহিদুল ইসলাম।(শহিদ)থানচি বান্দরবান:

সুন্দর্যের লিলাভুমি নামে খ্যাত বান্দরবানের থানচি উপজেলাধিন নির্মল পরিবেশে পাহাড়ের বুকে উৎপাদিত কলা সাংগু নদির নৌযান উপজেলা ফেরিয়ে ভিবিন্ন যানবাহনে দেশের প্রত্যন্ত নগর মহানগরে যাচ্ছে বা ভিটামিনের চাহিদা পুরনে।বিশেষ করে বাংলা কলা যা মার্মা ভাষায় নেপিউচি বলে যানালেন পত্রিকা হকার উচিংমং মার্মা।

 

উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে বলিপাড়া ও থানচি সদর যাতায়তে সড়ক পরিবহন ভাল হলে ও পিছিয়ে আছে তিন্দু ও রেমাক্রি ইউনিয়ন সড়কপথে যাতায়ত চালু না থাকায় কলা পরিবহনের একমাত্র মাধ্যম ইন্জিন চালিত নৌকা যার কারনে প্রতিচড়ি কলার পরিবহনে ৪০থেকে৬০টাকা দিতে হয় আর বলে যানালেন কলা চাষী মাংবি খুমি এর পরে যার কারনে পাহাড়ে কলার উৎপাদন হওয়া সত্যে ও যাতায়ত খরচ বেশি হওয়ায় লাভবান হচ্ছেনা বিক্রেতারা।

 

আর ক্রেতাদের ও কিনতে হচ্ছে বাড়তি দামে আর বাজার হাসিলতো রয়েছে।কথা হয় তিন্দু ইউপি চেয়্যারম্যান মংপ্রু মার্মার সাথে তিনি জানালেন আমাদের পাহাড়ে উৎপাদিত কলা ফরমালিন ও কিটনাশক মুক্ত হওয়ায় কলার গুনগতমান স্বাদে অতুলনীয় তাই এর চাহিদা অপরসীম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *