চট্টগ্রাম, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

admin

ঠিকাদারদের সাথে বৈঠকে কাজ নিয়ে মেয়রের অসন্তোষ

প্রকাশ: ২০১৭-১১-০৫ ১৯:৪৪:২২ || আপডেট: ২০১৭-১১-০৫ ১৯:৪৪:২২

স্টাফ রিপোর্টার :

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঠিকাদাররা আজ বিকেলে চসিক কে বি আবদুচ ছাত্তার মিলনায়তনে মিলিত হয়েছেন। বৈঠকে মেয়র ঠিকাদারদের অধীন চলমান কাজের অগ্রগতি প্রতিবেদন খতিয়ে দেখেন। এসময় মেয়র বিগত ১ বছরের চলমান বেশ কয়েকটি কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদারদের উপর অসন্তোষ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে মেয়র বলেন, কাজ নেওয়ার পর ঠিকাদারদেরকে নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান ঠিক রেখে শেষ করতে হবে। আপনারা তখনই সিটি কর্পোরেশনের কাজ নেবেন যখন কাজ করতে সক্ষম হবেন। কাজ নিয়ে নির্ধারিত সময়ে কাজ শেষ করবেন না। অবহেলা,অনিয়ম করবেন। তড়িঘড়ি নয়ছয় করে কাজ বুঝিয়ে দিবেন- ঐ মানসিকতা ত্যাগ করতে হবে।

সিটি মেয়র বক্তব্যে আরো বলেন, কে আমাকে পছন্দ করেন বা অপছন্দ করেন তা ভিন্ন বিষয়। আমি যখন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলব তখন সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে আমাকে কেউ সরাতে পারবেন না। আমি বড়-ছোট সবাইকে সম্মান করি। কাজেই পরস্পরের প্রতি সম্মান,ঘনিষ্টতার মর্যাদা রেখে আমি কাজ করার পক্ষপাতী।

সিটি মেয়র ঠিকাদারদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করার নির্দেশনা দেন।

বৈঠকে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী,প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দন আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ,কামরুল ইসলাম,আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *